ইসির ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ নির্বাচন ভবনে তার কার্যালয়ে রোববার (০৬ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আগামী ১৬ ও ১৭ আগস্ট সংলাপ করা হবে।
আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগস্টের শেষ সপ্তাহে সংলাপ শুরু হবে। সংলাপটা কমিশনের নিবন্ধনে থাকা রাজনৈতিক দলের তালিকার শেষ থেকে শুরু হবে। এক্ষেত্রে ঈদের আগে প্রতিদিন দু’টি করে দলের সঙ্গে বসবে কমিশন। ঈদের আগে ৬টি দলের সঙ্গে বসবে ইসি। দলগুলো ১০ জন প্রতিনিধি আনতে পারবে। এ সংখ্যা বাড়তেও পারে।
গত ৩১ জুলাই সুশীল সমাজের মাধ্যমে এ সংলাপ শুরু করে নির্বাচন আয়োজনকারী কর্তৃপক্ষটি। সে সময় তারা নির্বাচনে সেনা মোতায়েন, নির্বাচনকালীন সংসদ ভেঙে দেওয়া ও ‘না’ ভোটের বিধান করার পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
ইইউডি/জেডএস