ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটার হতে আবেদন ২৪, কর্তন ১৩ লাখ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
ভোটার হতে আবেদন ২৪, কর্তন ১৩ লাখ

ঢাকা: নতুন ভোটার হতে ২৪ লাখ ৩৭ হাজার ৩৩১ জন প্রাপ্ত বয়স্ক নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে ইসির তথ্য সংগ্রহকারীরা আবেদন ফরম পূরণ করে এনেছেন। এছাড়া মৃত ভোটার কর্তনের তথ্য মিলেছে ১৩ লাখ ৩৩ হাজার ২টি।

গত ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাড়িবাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ইসির লোকবল।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ইসির ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন তার কার্যালয়ে এসব তথ্য জানান।

এবারের ভোটার তালিকা হালনাগাদে ৩৫ লাখ নতুন ভোটার যুক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করে ইসি। কিন্তু তথ্য সংগ্রহে ১১ লাখের মতো লক্ষ্যমাত্রা পিছিয়ে আছে।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় সবচেয়ে বেশি এবং কুমিল্লায় সবচেয়ে কম আবেদন পড়েছে।

সচিব জানান, বাড়িবাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হলেও এখন রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার কাজ চলবে। তাই কেউ বাদ পড়লে সেখানে গিয়েও ভোটার হতে পারবেন।

২০১৮ সালের ৩১ জানুয়ারি ভোটার তালিকা চূড়ান্ত আকারে প্রকাশ করবে কমিশন। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১০ কোটি ১৬ লাখ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ