ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুড়িগ্রামে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
কুড়িগ্রামে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। কুড়িগ্রাম পৌর এলাকায় আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এবং সদরের ৮টি ইউনিয়নে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) কুড়িগ্রাম পৌরসভা চত্বরে জেলা পর্যায়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল, জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মী।

 

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, নির্ধারিত তারিখ পর্যন্ত এ কার্যক্রমের আওতায় নতুন ভোটারসহ বাদ পড়া ভোটারদের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
এফইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।