ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আরও ৮ দলকে সংলাপের সময় দিলো ইসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
আরও ৮ দলকে সংলাপের সময় দিলো ইসি

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ২১টি দলকে সময় দিয়েছে সংস্থাটি। এদের মধ্যে ১২টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিতও হয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, আরও আটটি দলের সঙ্গে সংলাপের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। এক্ষেত্রে ২ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন), বিকেল ৩টা বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ), ৪ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা), বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (গরুরগাড়ি), ৫ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মই), বিকেল ৩টায় জাকের পার্টি (গোলাপ ফুল) এবং ৮ অক্টোবর বেলা ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (তারা), বিকেল ৩টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র (মশাল) সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন।



বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।