ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, আরও আটটি দলের সঙ্গে সংলাপের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। এক্ষেত্রে ২ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন), বিকেল ৩টা বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ), ৪ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা), বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (গরুরগাড়ি), ৫ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মই), বিকেল ৩টায় জাকের পার্টি (গোলাপ ফুল) এবং ৮ অক্টোবর বেলা ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (তারা), বিকেল ৩টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র (মশাল) সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
ইইউডি/এএ ।