ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কসবার খাড়েরা ইউপিতে আ'লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
কসবার খাড়েরা ইউপিতে আ'লীগ প্রার্থী জয়ী

ব্রাহ্মণবাড়িয়া: মামলাজনিত কারণে এক বছর তিন মাস পর ২৪ সেপ্টেম্বর (রোববার) অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বিজয়ী হয়েছেন।

রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নুরে আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার তথ্যানুযায়ী, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী কবির আহমেদ খান নৌকা প্রতীকে পেয়েছেন আট হাজার ৯১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী মিজানুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক হাজার ২৫০ ভোট।

ওই ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত নারী সদস্যের দু’টি পদে ছয়জন এবং সাধারণ সদস্য সাতটি পদে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত একটি পদে শিউলী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে নয়টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১৪ হাজার ৪৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সাত হাজার ১২৯ এবং নারী ভোটার সাত হাজার ৩৬০ জন।  

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ