সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে।
করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিতি ও সহকর্মীদের সঙ্গে অশালীন আচরণসহ বিভিন্ন অভিযোগে সম্প্রতি পরিষদের দুই ভাইস চেয়ারম্যান ও উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে অনাস্থা প্রকাশ করেন। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগ উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এবং উপজেলা পরিষদ সংশোধনী আইন-২০১১ এর সংশ্লিষ্ট ধারায় তাকে এ বছরের ২৩ মে অপসারণ করে পদটি শূণ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ব্যবস্থা নেয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
টিএ