রোববার (০৮ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
ছয় প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত সামসুল আলম সুধন, আওয়ামী লীগ বিদ্রোহী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম, স্বতন্ত্র অ্যাডভোকেট ফকির মো. মাজহারুল ইসলাম, মো. আবু জাহেদ ও দিলোয়ার হোসাইন ভূঁইয়া।
১০ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ১৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ ও ৪ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিতি ও সহকর্মীদের সঙ্গে অশালীন আচরণসহ বিভিন্ন অভিযোগে পরিষদের দুই ভাইস চেয়ারম্যান ও ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্প্রতি অনাস্থা দেন। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগ গত ২৩ মে তাকে অপসারণ করে পদটি শূণ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
টিএ