রোববার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলে। ওয়ার্ডের বাকি অংশের নতুন ভোটাররা ছবি তুলবেন সোমবার (২৩ অক্টোবর)।
স্থানীয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, সুষ্ঠুভাবে পুরো আয়োজন সম্পন্ন হয়েছে।
নতুন ছবি তুলতে আসা সিমরান নামে একজন বলেন, নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুললাম। কোনো সমস্যা হয়নি।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, বর্তমান ঠিকানায় যে কারো ভোটার হতে বাধা নেই। তবে কেউ যদি কোনো কারণে ছবি তুলতে না পারেন তাহলে আগামী ৩১ অক্টোবর সদর উপজেলা নির্বাচন অফিসে অর্থাৎ তার কার্যালয়ে ছবি তুলতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
আইএ