ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিকে চলছে স্মার্ট কার্ডের ছবি তোলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
নাসিকে চলছে স্মার্ট কার্ডের ছবি তোলা স্মার্ট কার্ডের ছবি তোলা, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের ভোটাররা ছবি তুলেছেন। ওয়ার্ডকে দুটি ভাগে বিভক্ত করে প্রথম ধাপে ছবি তুলেছেন নতুন ভোটাররা।

রোববার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলে। ওয়ার্ডের বাকি অংশের নতুন ভোটাররা ছবি তুলবেন সোমবার (২৩ অক্টোবর)।

 

স্থানীয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, সুষ্ঠুভাবে পুরো আয়োজন সম্পন্ন হয়েছে।

নতুন ছবি তুলতে আসা সিমরান নামে একজন বলেন, নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুললাম। কোনো সমস্যা হয়নি।  

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, বর্তমান ঠিকানায় যে কারো ভোটার হতে বাধা নেই। তবে কেউ যদি কোনো কারণে ছবি তুলতে না পারেন তাহলে আগামী ৩১ অক্টোবর সদর উপজেলা নির্বাচন অফিসে অর্থাৎ তার কার্যালয়ে ছবি তুলতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ