ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রসিকের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ২২ নভেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
রসিকের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ২২ নভেম্বর

ঢাকা: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ নভেম্বর। ভোটগ্রহণ ২১ ডিসেম্বর।

রোববার (০৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। কয়েকদিন আগে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ ২১ ডিসেম্বর ভোট হবে বলে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন।

তফসিল অনুযায়ী, রসিক নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২২ নভেম্বর, অাপিল দায়ের ২৫-২৬ নভেম্বর, অাপিল নিষ্পত্তি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২১ ডিসেম্বর।

রংপুর অাঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োগ করা হয়েছে।

এদিকে তফসিল ঘোষণা করলেও নির্বাচনের ভোটার সংখ্যা কত তা জানাননি সিইসি। এর আগে সব নির্বাচনের তফসিল ঘোষণার সময় সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা জানানো হতো।

তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।