রোববার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠানের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ভোটারের মধ্যে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা।
নুরুল হুদা বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকের একটি বা দু’টি আঙুলে সমস্যা থাকে, তাই আঙুলের ছাপ নেওয়া হবে দু’হাতের ১০টিরই। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যেন স্মার্টকার্ডে কোনো ভুল না থাকে। প্রয়োজনে দু’টি বা তার অধিক তথ্য পরিবর্তন করা যাবে স্মার্টকার্ডে।
এর আগে প্রথম দিন শহরের ২০ জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে এ কার্ড বিতরণ করা হয়। পরে ধাপে ধাপে নারায়াগঞ্জ সিটি করপোরেশন, শহর ও বন্দরের সর্বমোট ৯ লাখ ৯০ হাজার ৯৩২জন ভোটারকে এ স্মার্টকার্ড দেওয়া হবে। ২৭টি ওয়ার্ডের পৌনে পাঁচ লাখ ভোটারের জন্য স্মার্টকার্ড ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে এসে পৌঁছেছে।
***স্মার্টকার্ডের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন হবে
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এএ