এর মধ্যে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন ও কাউন্সিলর পদে ৬২ জন মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সোলায়মান হক, বিএনপির প্রার্থী ফখরুজ্জামান মতিন, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর, স্বতন্ত্র প্রার্থী আনোয়র হোসেন তালুকদার বাহাদুর, স্বতন্ত্র প্রার্থী এম. নুরুজ্জামান ও আওয়ামী লীগের প্রার্থী শাহিনা বেগম মনোনয়ন দাখিল করেন।
১২ নভেম্বর এ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়ন বাছাই হবে ২৮ ও ২৯ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর। তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৫৯১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬৩ জন ও মহিলা ভোটার ১৫ হাজার ৪৯৮ জন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ