ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুড়িগ্রামে প্রবীণ নাগ‌রিকদের হাতে স্মার্টকার্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
কুড়িগ্রামে প্রবীণ নাগ‌রিকদের হাতে স্মার্টকার্ড জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী হাতে স্মাটকার্ড তুলে দেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান। ছবি: বাংলানিউজ

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রবীণ নাগ‌রিকদের হাতে জাতীয় পরিচয়পত্র স্মাটকার্ড বিতরণের মধ্যে দিয়ে এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে কু‌ড়িগ্রাম পৌরসভা মিলনায়তনে স্মাটকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

পৌর মেয়র মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, পুলিশ সুপার (এসপি) মো. মেহেদুল করিম, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ, সাবক সংসদ সদস্য রুকুনুদ্দৌলা মন্ডল, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক ছানালাল বকসী, সদর উপজলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, প্যানেল মেয়র মাসুদুর রহমান, প্রসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাংবা‌দিক আহস্ন হাবীব নীলু, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর প্রমুখ।

উদ্বাধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলীসহ শহরের প্রবীণ নাগ‌রিকদের হাতে স্মাটকার্ড তুলে দেওয়া হয়।

কু‌ড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বাংলা‌নিউজকে বলেন, কুড়িগ্রাম পৌরসভার স্মাটকার্ড বিতরণ চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। পরবর্তিতে সদর উপজলার সবকটি ইউনিয়নে পর্যায়ক্রমে ২২ মার্চর মধ্য স্মার্টকার্ড বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।