ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেব্রুয়ারির শেষে ঢাকা উত্তরের মেয়র নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
ফেব্রুয়ারির শেষে ঢাকা উত্তরের মেয়র নির্বাচন নির্বাচন কমিশন ভবন

ঢাকা: ২০১৮ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

একই সঙ্গে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড ও ছয়টি সংরক্ষিত ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ড ও ছয়টি সংরক্ষিত ওয়ার্ডেও নির্বাচন হবে।  

রোববার (১৭ ডিসম্বের) নির্বাচন কমিশনের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যেহেতু ঢাকা উত্তর সিটি করপোরেশনে উপনির্বাচনে কোনো জটিলতা নেই। তাই কমিশন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।  

নতুন ওয়ার্ডের মেয়াদ বর্তমানে যারা আছেন তাদের মেয়াদের সমান হবে বলেও জানান নির্বাচন কমিশন সচিবালয়ের এই ভারপ্রাপ্ত সচিব। নতুন ভোটারদের বিষয়ে তিনি বলেন, নতুন ভোটাররা শুধু ভোট দিতে পারবেন। কিন্তু ভোটে প্রার্থী হতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭/আপডেট: ১৪৩২ ঘণ্টা
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।