ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শান্তিপূর্ণ ভোট চলছে, বললেন ডিসি ও এসপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
শান্তিপূর্ণ ভোট চলছে, বললেন ডিসি ও এসপি ভোট কেন্দ্র পরিদর্শনৈ রংপুরের ডিসি ও এসপি। ছবি: বাংলানিউজ

রংপুর থেকে: রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা এগারোটার দিকে নগরীর সালেমা বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মিজানুর রহমান।

এসময় জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে বলেন, শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগের ঘটনা ঘটেনি।

ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় নজরদারি চালাচ্ছে।

হুইল চেয়ারে এসে ৮০ বছরের বৃদ্ধের ভোট

পুলিশ সুপার মিজানুর রহমানও শান্তিপুর্ণভাবে ভোট চলছে জানিয়ে বাংলানিউজকে বলেন, আমাদের ফোর্স টহলে আছে। আচরণবিধি লঙ্ঘনের কোন কোন অভিযোগ আসেনি।

বিএনপি প্রার্থীর ‘ভোট কারচুপি’র অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাংলানিউজকে তিনি বলেন, আমাদের কাছে এমন কোন তথ্য বা লিখিত অভিযোগ আসেনি। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ