বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মোস্তফা অভিযোগ করেন, সরকার এবং নির্বাচন কমিশন চায় এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।
তিনি আরও বলেন, ‘লাঙ্গল এবং আমার পক্ষে আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভোটের জোয়ার সৃষ্টি হয়েছে। আমার কর্মী-সমর্থক-ভোটাররা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রদানের পাশাপাশি কেন্দ্রে অতন্ত্র প্রহরী হিসেবে থাকবেন। তারা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ফলাফলের সিট নিয়েই রিটার্নিং কর্মকর্তার অফিসের দিকে যাবেন। কোনো প্রিজাইডিং অফিসার যদি স্বাক্ষর করা ফলাফলের সিট দিতে না চান, তাহলে সেখানে কিছু হলে লাঙ্গলের কেউ তার জন্য দায়ী থাকবে না। ’
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
আরআর