ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুমিল্লার ১৫ ইউপিতে ভোট বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
কুমিল্লার ১৫ ইউপিতে ভোট বৃহস্পতিবার

কুমিল্লা: কুমিল্লার চারটি উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরইমধ্যে প্রচার-প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা। প্রথমবারের মতো ওইসব ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটের হাওয়াও বইছে দলীয় ইমেজেই।

অন্যদিকে জেলার তিনটি উপজেলায় ৪টি ইউনিয়নের ওয়ার্ডে উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে এদিন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ৪টি উপজেলার ১৫টি ইউনিয়নে সাধারণ নির্বাচন ও ৪টি ইউনিয়নের ওয়ার্ডে উপ-নির্বাচনে রয়েছেন একাধিক চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থী।

১৫টি ইউনিয়নে নৌকা ও ধানের শীষ প্রতীক ছাড়াও রয়েছেন একাধিক প্রতীকের প্রার্থী।

কুমিল্লার লাকসাম উপজেলায় ৩টি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকই দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রার্থী মো. আবদুল আউয়াল, ধানের শীষ প্রতীকে আনোয়ার হোসেন, হাত পাখা প্রতীকে খোরশেদ আলম, মোটরসাইকেল প্রতীকে জসিম উদ্দিন ও লাঙল প্রতীকে আবদুর রহিম।

মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে মো. শাহিদুল ইসলাম শাহীন, ধানের শীষ প্রতীকে শাহ আলম, আনারস প্রতীকে মো. শাহাজাহান পাটোয়ারী। মুদাফরগঞ্জ দক্ষিণে নৌকা প্রতীকে আবদুর রশিদ, ধানের শীষ প্রতীকে মো. আবুল বাসার ও লাঙল প্রতীকে খোরশেদ আলম।

নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আদ্রা দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকে মো. আবদুল ওহাব, ধানের শীষ প্রতীকে মোহাম্মদ মাইন উদ্দিন, আনারস প্রতীকে বোরহান উদ্দিন ভূইয়া, হাতপাখা প্রতীকে মো. নাসির উদ্দিন, চশমা প্রতীকে মো. সাইফুল্লাহ। আদ্রা উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে মো. তাজুল ইসলাম মজুমদার, ধানের শীষ প্রতীকে মাহবুবা আক্তার, আনারস প্রতীকে সালেহ আহম্মেদ। বটতলী ইউনিয়নে নৌকা প্রতীকে এন কে এম সিরাজুল আলম, ধানের শীষ প্রতীকে গোলাম মাওলা, হাত পাখা প্রতীকে মাবুল হক। দৌলখাঁড় ইউনিয়নে নৌকা প্রতীকে হাজি আবুল কালাম ভুঁইয়া, ধানের শীষ প্রতীকে মো. মোশারফ সেন, ঘোড়া প্রতীকে জাহাঙ্গীর আলম, হাত পাখা প্রতীকে আবদুর রহমান, টেলিফোন প্রতীকে মো. আলী হোসেন, টেবিল ফ্যান প্রতীকে গোলাম মোস্তফা, মোটরসাইকেল প্রতীকে শাহাজাহান ভূঁইয়া, আনারস প্রতীকে মো. সেলিম। জোড্ডা পূর্ব ইউনিয়নে নৌকা প্রতীকে মো. আনোয়ার হোসেন মিয়াজী, ধানের শীষ প্রতীকে শফিকুর রহমান চৌধুরী। জোড্ডা পশ্চিম ইউনিয়নে নৌকা প্রতীকে মো. মাসুদ রানা ভূঁইয়া, ধানের শীষ প্রতীকে শাহজাহান মজুমদার। রায়কোট উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে মো. রফিকুল ইসলাম মজুমদার, ধানের শীষ প্রতীকে মো. ইদ্রিস মিয়া, আনারস প্রতীকে মো. মহসীন। রায়কোট দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকে মজিবুর রহমান (মজিব), ধানের শীষ প্রতীকে নজরুল ইসলাম ভূঁইয়া, আনারস প্রতীকে মো. জাহাঙ্গীর, চশমা প্রতীকে মাহফুজুল আলম খন্দকার।

দাউদকান্দির ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে দাউদকান্দি বারপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকে মো. মনির হোসেন তালুকদার, ধানের শীষ প্রতীকে মো. আলাউদ্দিন, চশমা প্রতীকে আখের খান, আনারস প্রতীকে এ কে আজাদ, ঘোড়া প্রতীকে মো. জালাল উদ্দিন চৌধুরী, লাঙল প্রতীকে মো. শাহাজাহান মেম্বার।

দৌলতপুর ইউনিয়নে নৌকা প্রতীকে মো. মাকসুদুল আলম জমাদার, ধানের শীষ প্রতীকে শফিকুল ইসলাম, আনারস প্রতীকে আল আমিন, ঘোড়া প্রতীকে মোহাম্মদ মহিনউদ্দিন, লাঙল প্রতীকে আলাউদ্দিন চৌধুরী, রজনীগন্ধা প্রতীকে মো. সেলিম মিয়াজী, মোটরসাইকেল প্রতীকে শাহজাহান বেপারি। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকে মো. মামুনুর রশিদ, ধানের শীষ প্রতীকে মো. আনোয়ার হোসেন, চশমা প্রতীকে মো. আবুল কাশেম খান, আনারস প্রতীকে মো. মোতাহের হোসেন।  

সদর দক্ষিণ (লালমাই) উপজেলার বাকই উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে মো. আইউব আলী, ধানের শীষ প্রতীকে দেলোয়ার হোসেন, চশমা প্রতীকে মোহাম্মদ মিজানুর রহমান, আনারস প্রতীকে মো. আব্দুল ওহাব, ঘোড়া প্রতীকে মোস্তফা কামাল চৌধুরী।

এছাড়া জেলার তিনটি উপজেলা ৪টি ইউনিয়নের ওয়ার্ডে উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে একই দিনে। চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, কেরনখাল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এবং মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে মোট ১৫ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন র‌্যাব, পুলিশ সদস্য, আনসার ও ভিডিপি মোতায়েন থাকবে। পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যের উপস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করি।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।