বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। তা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ঘন কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি কম।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোতে পুলিশ, র্যাব, কোস্টগার্ড, বিজিপি মোতায়েন রয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।
এ তিন ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ৪০ হাজার ৪৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৪৯০ এবং নারী ভোটার ১৯ হাজার ৫৩০ জন। মোট কেন্দ্র ২৮টি।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
টিএ