বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়।
ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসছেন।
এদিকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে র্যাব-বিজিবি স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, বনপাড়া পৌরসভার ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে মামলা সংক্রান্ত জটিলতার কারণে পৌরসভার ১২নং ওয়ার্ডে ভোট তিন মাসের জন্য স্থগিত রয়েছে। পৌরসভা ও ইউনিয়নের নির্বাচনে কেন্দ্রের নিরাপত্তার জন্য ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৪৪জন পুলিশ, ৬১২ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া ১২ প্লাটুন বিজিবি ও র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
টিএ