ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বোদা পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
বোদা পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান সূজা ৫২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আখতার হোসেন হাসান পেয়েছেন ৪১৯৬ ভোট। 

এছাড়া, বিশ দলীয় ঐক্যজোটের প্রার্থী হকিকুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩১৪ ভোট এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে রফিকুল ইসলাম পেয়েছেন ৫১০ ভোট।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরো পৌর এলাকায় পুলিশ, র‌্যাব, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।