মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক আহমদ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ৯টায় এই ফলাফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. এনামুল হক।
রিটার্নিং কর্মকর্তা জানান, নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৭২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাসুক আহমদ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফইয়াজ আলী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৭২ ভোট। বিএনপি মনোনীত বাবুল আহমদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২১২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮ ভোট।
বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।