ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিসিসি নির্বাচনে আগাম প্রচারণা সামগ্রী সরানোর নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
ডিসিসি নির্বাচনে আগাম প্রচারণা সামগ্রী সরানোর নির্দেশ

ঢাকা: নির্বাচনকে সামনে রেখে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণের সব আগাম প্রচারণা সামগ্রী সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী বছরের ৬ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে ঢাকা বিভাগীয় কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে সংস্থাটি।

ইসির যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন প্রাথমিকভাবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ, বর্ধিত ১৮ ওয়ার্ডের কাউন্সিলর পদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্ধিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের যেকোনো দিন ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

এক্ষেত্রে উত্তর সিটির সম্পূর্ণ এলাকা এবং দক্ষিণ সিটির নতুন ১৮টি ওয়ার্ডে প্রচারণা সামগ্রী ৬ জানুয়ারি রাত ১২টার মধ্যেই সরাতে হবে।

অন্যথায় প্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

নির্ধারিত সময়ের পরে কোনো প্রার্থীর পোস্টার-ব্যানার কোথাও দেখা গেলে সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধি অনুযায়ী তা হবে শাস্তিযোগ্য অপরাধ।

এ অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এছাড়া নির্বাচন কমিশন এমন অপরাধে অপরাধী নির্বাচনে জয়ী হলেও প্রার্থিতা বাতিল করতে পারে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।