ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাগেরহাটের ৯ উপজেলায় সংরক্ষিত আসনে নির্বাচন ২৯ জানুয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
বাগেরহাটের ৯ উপজেলায় সংরক্ষিত আসনে নির্বাচন ২৯ জানুয়ারি

বাগেরহাট: বাগেরহাটের নয়টি উপজেলায় সংরক্ষিত মহিলা আসনের ২৫টি পদে নির্বাচন ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় শহরের খারদ্বারস্থ জেলা নির্বাচন অফিসে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাংলানিউজকে জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সারাদেশের উপজেলা পরিষদগুলোতে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সম্পন্ন করতে পরিপত্র জারি করেছে।

এর আলোকে জেলার নয়টি উপজেলায় ২৫টি পদের নির্বাচন সম্পন্ন করতে তফসিল ঘোষণা করা হয়েছে।

এ নির্বাচনে জেলায় ৭৫টি ইউনিয়নে সংরক্ষিত নারী ওয়ার্ডের ২২৫ জন ও তিনটি পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ডের ৯ জনসহ মোট ২৩৪ জন নারী ভোটার রয়েছে। এদের ভোটে ২৫ জন সংরক্ষিত ওয়ার্ডের নারী প্রতিনিধি নির্বাচিত হবেন। ২৫টি আসনের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় চারটি, ফকিরহাটে তিনটি, মোল্লাহাটে দুইটি, কচুয়ায় দুইটি, মোড়েলগঞ্জে ছয়টি, রামপালে তিনটি, মোংলায় দুইটি ও শরণখোলা একটি আসন রয়েছে। ইতোমধ্যে প্রত্যেক উপজেলার ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।