মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় প্রচারণামূলক বিভিন্ন রঙিন পোস্টার পাওয়ায় সম্ভাব্য এ প্রার্থীর কাছে সতর্কতামূলক চিঠি পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।
এদিকে সোমবার (১৫ জানুয়ারি) তাবিথ আউয়ালকেই প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি।
আবুল কাসেমের সতর্কবার্তা দিয়ে লেখা চিঠিতে বলা হয়েছে, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-২ এলাকায় আপনার অসংখ্য পোস্টার শোভা পাচ্ছে, যা আচরণবিধির লঙ্ঘন। সম্ভাব্য প্রার্থী হিসেবে আপনাকে প্রথমবার সতর্ক করা হলো। ভবিষ্যতে এরূপ কোনো বিষয় নজরে এলে আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
আচরণবিধিতে এরূপ আইন অমান্যকারীর বিরুদ্ধে জেল, জরিমানাসহ প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে।
আগামী ১৮ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ভোটগ্রহণ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
আরআর