ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন

মাগুরা: মাগুরা সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের দু’টি পদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো. জাহিদুল আলম বাংলানিউজকে বলেন, এ নির্বাচনে সংরক্ষিত আসন-১ এ মোছা. মাহমুদা বেগম ২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবিতা বেগম পেয়েছেন ৭ ভোট।  

অন্যদিকে সংরক্ষিত আসন-৫ এ পারভীন আক্তার হাওয়া ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরা বেগম পেয়েছেন ১৭ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় সংরক্ষিত আসন ৩ এ হালিমা বেগম, ৪নং আসনে মমতা বেগম নির্বাচিত হয়।

২ নং আসনটির নির্বাচন বন্ধ রয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার নির্বাচিত ৪২ জন নারী জনপ্রতিনিধির পক্ষে নির্বাচিত এ ৫ সংরক্ষিত মহিলা সদস্য উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।