ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলায় ১০০৫ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
উপজেলায় ১০০৫ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নির্বাচন কমিশন ভবন (ফাইল ফটো)

ঢাকা: দেশের ৪৩০ উপজেলা পরিষদে দেড় হাজার সংরক্ষিত নারী সদস্য পদের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১ হাজার ৫ জন।

সোমবার (২৯ জানুয়ারি) এসব পদে ভোট হলে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানায় নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপন শাখা।  

সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ২০০টি নারী সদস্য পদে।

২১০টির মতো পদে কেউ মনোনয়ন পত্র জামা দেননি। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ১০০৫ জন। এছাড়া আইনি জটিলতার কারণে ৬১টি নারী সদস্য পদে নির্বাচন স্থগিত রয়েছে।
 
উপজেলার সংরক্ষিত নারী সদস্য পদে সংশ্লিষ্ট উপজেলার অন্তর্গত সব স্থানীয় সরকারের নারী সদস্যরা ভোট দিয়ে উপজেলার নারী সদস্য নির্বাচন করেন। এক্ষেত্রে প্রার্থীও তাদের মধ্য থেকেই হয়। বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় উপজেলার ১ হাজার ৪৭৬টি নারী সদস্য পদ শূন্য হয়ে যায়। তাই প্রায় দেড় হাজার আসনে আবার নির্বাচন দিতে হয় ইসিকে।
 
২০১৪ সালে উপজেলা পরিষদ গঠনের পর ২০১৫ সালে দেশের সব উপজেলায় সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সে বছরের ১৫ জুনের ওই নির্বাচনে ৩৫২ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।