শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের পর ক্রটি থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, নির্ধারিত দিনে রিটার্নি কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিনের উপস্থিতিতে দাখিল করা পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আফরোজা বারী, জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গণফ্রন্টের শরিফুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খান।
মনোনয়নপত্র বাতিল হওয়া আহসান হাবীব মাসুদ বাংলানিউজকে বলেন, মনোনয়নপত্র বৈধ করতে তিনি আপিল করবেন।
১৩ মার্চ এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ভোটার ১০৯টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
টিএ