সময়সূচি অনুযায়ী, এদিন ৩৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, ৫৩টি ইউপিতে উপনির্বাচন, চারটি পৌরসভায় সাধারণ, একটি পৌরসভায় মেয়র পদে ও চারটিতে সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশনের ২টি ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন, ২টি উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এসব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৪ মার্চ, প্রার্থীতা প্রত্যাহার ১২ মার্চ, প্রতীক বরাদ্দ ১৩ মার্চ এবং ভোটগ্রহণ ২৯ মার্চ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, নির্বাচন কমিশন তার ঘোষিত রোডম্যাপের গতি ও পথ কোনোটিই হারায়নি। বিভিন্ন মহলের সঙ্গে আমরা যে সংলাপ করেছি, তার কপি কিছুদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। অন্যান্য কার্যক্রমগুলোও চলছে।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
ইইউডি/জেডএস