ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আরএফইডি'র সঙ্গে বৈঠক করলেন সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
আরএফইডি'র সঙ্গে বৈঠক করলেন সিইসি বৈঠকে সিইসি কেএম নূরুল হুদা/ ছবি: বাংলানিউজ

ঢাকা: নির্বাচন কমিশনে (ইসি) সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। ইসির ইতিহাসে প্রথমবারের মতো এমন বৈঠক করলেন সিইসি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনের কনফারেন্স কক্ষে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন আলাপচারিতায় সাংবাদিকদের অবদানের কথা উল্লেখ করেন সিইসি নূরুল হুদা।

বৈঠকে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ও সাংবিধানিক সংস্থাটির পারস্পরিক সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

সিইসির সঙ্গে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এবং আরএফইডির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
ইইউডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ