রোববার (১১ মার্চ) সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার কেন্দ্র দখলের আশঙ্কার কথা জানিয়েছিলেন।
এরপর দুপুরে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচনে আমাদের যত ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দরকার সব নেওয়া হয়েছে।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সিইসিসহ আমি নিজে গিয়ে জেলা প্রশাসক, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রার্থীদের সঙ্গেও কথা বলেছি। এছাড়া নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম গাইবান্ধা গিয়ে সেখানকার আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করেছেন। আমরা স্থানীয়ভাবে কোনো রকম অভিযোগ পাইনি।
>>>>>দুই উপ-নির্বাচনে ভোটকেন্দ্র দখলের আশঙ্কা জাপা'র
‘সেখানকার জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা আমাদের নিশ্চিত করেছেন যে, নির্বাচন সুষ্ঠু হবে। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা তারা নিয়েছেন। আমাদের কাছে কেন্দ্র দখল বা এ ধরনের কোনো তথ্য নেই। তবে জাতীয় পার্টি যেহেতু অভিযোগ করেছে, তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৩ মার্চ) গাইবান্ধা-১ ও ব্রাহ্মবাড়িয়া-১ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
ইইউডি/এএ