ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিরনগর উপ-নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
নাসিরনগর উপ-নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৩ মার্চ)। 

সোমবার (১২ মার্চ) দুপুর থেকে নাসিরনগর রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাডিং অফিসাররা নিজ নিজ কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দিয়েছেন।

নির্বাচনী সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, কলম ও কালী।

নির্বাচনের রির্টানিং অফিসার কুমিল্লা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মো. সাহেদুন্নবী চৌধুরী বাংলানিউজকে জানান, নির্বাচনে ৭৪টি ভোট কেন্দ্রের ৩৬৪টি অস্থায়ী বুথে মোট দুই লাখ ১৪ হাজার নয় জন ভোটার ভোট দেবেন। নিবার্চন যাতে শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে ১৩০২ জন পুলিশ সদস্য, ২৫০ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ২০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।