সোমবার (১২ মার্চ) দুপুর থেকে নাসিরনগর রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাডিং অফিসাররা নিজ নিজ কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দিয়েছেন।
নির্বাচনী সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, কলম ও কালী।
নির্বাচনের রির্টানিং অফিসার কুমিল্লা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মো. সাহেদুন্নবী চৌধুরী বাংলানিউজকে জানান, নির্বাচনে ৭৪টি ভোট কেন্দ্রের ৩৬৪টি অস্থায়ী বুথে মোট দুই লাখ ১৪ হাজার নয় জন ভোটার ভোট দেবেন। নিবার্চন যাতে শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে ১৩০২ জন পুলিশ সদস্য, ২৫০ জন র্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ২০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এনটি