ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিরনগর উপ-নির্বাচন প্রত্যাহার দাবি জাপার প্রার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
নাসিরনগর উপ-নির্বাচন প্রত্যাহার দাবি জাপার প্রার্থীর সংবাদ সম্মেলন করছেন জাতীয় পার্টির প্রার্থী রেজোওয়ানুর আহমেদ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) আসনের উপ- নির্বাচন বর্জন করে পুরনায় নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী রেজোওয়ানুর আহমেদ।

মঙ্গলবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলার নাসিরনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

এসময় তিনি অভিযোগ করেন, সকালে নির্বাচন সুষ্ঠু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশের সহাতায় কেন্দ্রগুলি দখল করে নেওয়া হয়।

বিকেল ৩টার মধ্যে কয়েকটি কেন্দ্র ছাড়া সবগুলো দখল করে নেয় তারা। আর ভোটাররা ভোট দিতে এলে হুমকি ধমকি এবং মামলা করা হবে বলে বাধা দেওয়া হয়।

কেন্দ্রগুলোর অব্যবস্থাপনার কথা রিটার্নিং অফিসারকে বার বার জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।