ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিরনগর উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী সংগ্রাম জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
নাসিরনগর উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী সংগ্রাম জয়ী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া- ১ (নাসিরনগর) আসনে উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টায় সহকারী রিটার্নিং অফিসার শফিকুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৭৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম ৮২ হাজার ২৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  (লাঙল প্রতীক) জাতীয় পার্টির প্রার্থী রেজোওয়ানুর আহমেদ পেয়েছেন ৩৩ হাজার ৫৮৪ ভোট।

** সুন্দরগঞ্জের উপনির্বাচনে জাপা প্রার্থী শামীম হায়দার জয়ী

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।