১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৬ এবং সাধারণ সদস্য পদে ৩৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৯০৩ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ১১টি ইউনিয়নে ১০২টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৮টি ঝুঁকিপূর্ণ। নির্বাচনের দিনে প্রতিটি সাধারণ কেন্দ্রে ২০জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৫ জন আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া পুলিশের ৫২টি মোবাইল টিম কর্মরত থাকবে। ১১টি ইউনিয়নে পাঁচটি ভ্রাম্যমাণ আদালতসহ ২১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তিনজন বিচারক থাকবেন।
এ নির্বাচনে ১০২জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫১৪ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও এক হাজার ২৮জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ০৫৪৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আরআইএস/