ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনায় চমৎকার নির্বাচনী পরিবেশ বিরাজ করছে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
খুলনায় চমৎকার নির্বাচনী পরিবেশ বিরাজ করছে  মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ/ ছবি: মানজারুল ইসলাম

খুলনা: খুলনায় চমৎকার নির্বাচনী পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দফতরে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হেলাল উদ্দিন বলেন, কোনো ধরনের সহিংসতার আশংকা নেই।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে।  

নির্বাচন কর্মকর্তারা কেসিসির নির্বাচনের জন্য প্রস্তাবিত ভোট কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করছেন। কোন কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বিবেচিত হলে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা গড়ে তোলা হবে।

এর আগে, নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ একই স্থানে কেসিসি’র রিটানিং কর্মকর্তাসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ