গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মেয়র পদে জাসদ প্রার্থী রাশেদুল হাসান রানাসহ ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও ১২১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশনের আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে এটাই দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন। গাজীপুর সিটি করপোরেশনের মোট ভোটার ১১ লাখ ৬৪ হাজার ১৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯১ হাজার ৬৯৮ জন এবং নারী ভোটার ৫ লাখ ৭২ হাজার ৪৬৩ জন। গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ড ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড রয়েছে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ১৫-১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৪ এপ্রিল এবং ১৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরএস/জিপি