ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনায় ২০৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
খুলনায় ২০৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ২০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

দুই দিনব্যাপী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সোমবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় সাধারণ কাউন্সিলর পদে ১৭০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।  

রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

কাউন্সিলর পদে ২৩৭ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৪৮ জন ছিলেন সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থী। যাচাই-বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে ১৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রোববার (১৫ এপ্রিল) মনোনয়পত্র বাচাইয়ের প্রথম দিন মেয়র পদে ৫ প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক, বিএনপি মনোনীত প্রার্থী দলের মহানগর সভাপতি ও  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টি মনোনীত শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মনোনীত দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ