ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে ইসির সেমিনার শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে ইসির সেমিনার শুরু ইসির সেমিনারে আলোচকরা/ছবি: ডিএইচ বাদল

ঢাকা: প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটার করতে সেমিনার শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সেমিনার শুরু হয়েছে।  

সেমিনার প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, নির্বাচন ক‌মিশনার মাহবুব তালুকদার, র‌ফিকুল ইসলাম, বেগম ক‌বিতা খানম, ব্রি‌গে‌ডিয়ার জেনা‌রেল শাহাদাত হো‌সেন চৌধুরী (অব.) প্রধানমন্ত্রীর রাজ‌নৈ‌তিক উপদেষ্টা ড. ম‌শিউর রহমান, বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পা‌র্টির কো-চেয়ারম্যান জিএম কা‌দের, ই‌সি স‌চিব হেলালুদ্দীন আহমদ, বি‌ভিন্ন দে‌শে নিযুক্ত বাংলা‌দেশি রাষ্ট্রদূতরা উপস্থিত রয়েছেন।


 
সেমিনার ফলপ্রসূ হলে ভোটার তালিকা বিধিমালা- ২০১২ এর ১১ ধারা অনুযায়ী প্রবাসী বাংলাদেশিরা ভোটার ও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।  

কমিশন বিভিন্ন সময় প্রবাসীদের ভোটার ও ভোট দেওয়ার ব্যবস্থার কথা ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি।  

এর আগে ড. শামসুল হুদা কমিশনের দুই কমিশনার এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে যুক্তরাজ্য সফর করেছিলেন। এর পেছনে কয়েক লাখ টাকা ব্যয় হলেও কোনো কাজ হয়নি।

বাংলা‌দেশ সময়: ১২৩৫ ঘণ্টা, এ‌প্রিল ১৯, ২০১৮
এসএম/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ