বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় আ’লীগের মেয়র প্রার্থী তার আইনজীবী ও তথ্য উপাত্ত নিয়ে উপস্থিত ছিলেন।
বিএনপির মেয়র প্রার্থী ও অভিযোগকারী নজরুল ইসলাম মঞ্জুও তার আইনজীবীসহ উপস্থিত ছিলেন।
প্রায় ঘণ্টাব্যাপী শুনানির সময় উভয় প্রার্থী তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। তবে অভিযোগের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি আপিল বোর্ডের প্রধান খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
মেয়র প্রার্থীদের পাশাপাশি ২৫ জন কাউন্সিলর প্রার্থীর আপিল আবেদনের শুনানিও অনুষ্ঠিত হয়েছে। তবে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়নি।
নিয়ম অনুযায়ী ২১ এপ্রিলের মধ্যে আপিলের সববিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯ , ২০১৮
এমআরএম/জেডএস