ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেসিসি নির্বাচন

খালেকের বিরুদ্ধে মঞ্জুর অভিযোগ খারিজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
খালেকের বিরুদ্ধে মঞ্জুর অভিযোগ খারিজ

খুলনা: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। হলফনামায় তথ্য গোপনের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিলের জন্য আপিল করেছিলেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। 

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় মনোনয়নপত্র বাতিলের আপিল শুনানি শেষে খালেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া।

এছাড়া আপিল শুনানি শেষে নির্বাচন করার সুযোগ পেয়েছেন ১৬ জন কাউন্সিলর প্রার্থী।

একইসঙ্গে আটজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন- ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. রাজা খান, ৫ নম্বর ওয়ার্ডের মুকুল শেখ, ২২ নম্বর ওয়ার্ডের মাসুদ পাটোয়ারি, ৩১ নম্বর ওয়ার্ডের আসলাম হোসেন, সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডের শামীমা আরা পারভীন ইয়াসমীন, ৮ নম্বর ওয়ার্ডের রমা রাণী চক্রবর্তী, ৯ নম্বর ওয়ার্ডের রিনা রানী ও ১০ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রোকেয়া ফারুক।

আর আপিলে বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন-সাধারণ ১ নম্বর ওয়ার্ডের মো. শাহাজাহান সিরাজ, ৪ নম্বর ওয়ার্ডের মো. আবু আসালাত মোড়ল, ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. হুমায়ুন কবির, ৯ নম্বর ওয়ার্ডের কাজী ফজলুল কবির টিটো, ১১ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফা হাওলাদার, ১২ নম্বর ওয়ার্ডের আজমল হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডের মো. ফজলুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডের মোল্লা ফরিদ আহমেদ, ২২ নম্বর ওয়ার্ডের মো. নূর ইসলাম শেখ, ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী এএনএম মঈনুল ইসলাম, ৩১ নম্বর ওয়ার্ডের জিএম আবদুর রব সজল।

এছাড়া ৭ নম্বর ওয়ার্ডের সুলতানা কাকলী, ৯ নম্বর ওয়ার্ডের শাহানুর বেগম, লিভানা পারভীন, ১০ নম্বর ওয়ার্ডের বিলকিস আরা বুলি ও মোসা. হোসনেয়ারা।

উল্লেখ্য, ১৫ ও ১৬ এপ্রিল যাচাই-বাছাইয়ের জন্য ২৮ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে ২৪ জন বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।