বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় মো. জাহাঙ্গীর আলমকে মোবাইলে সর্তক করেন তিনি।
রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ক কর্মকর্তা তারেক আহম্মেদ বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি বলেন, বুধবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সভা করেছেন। পরে বিষয়টি রিটার্নিং কর্মকর্তার নজরে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় মো. জাহাঙ্গীর আলমের মোবাইলে ফোন করে তাকে সর্তক করা হয়। এছাড়া গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারকে (এসপি) এ ব্যাপারে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার মো. জাহাঙ্গীর আলম একটি এলাকায় নির্বাচনী সভা করার প্রস্তুতি নিলে তার ওই সভা পণ্ড করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
আরএস/এএ