ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জিসিসি নির্বাচনে বিএনপিকে সমর্থন দিলো জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
জিসিসি নির্বাচনে বিএনপিকে সমর্থন দিলো জামায়াত জিসিসি নির্বাচনে বিএনপিকে জামায়াতের সমর্থন, ছবি: বাংলানিউজ

গাজীপুর: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. হাসান উদ্দিন সরকারকে সমর্থন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগর জামায়াতের আমির এস এম. সানাউল্লাহ তার প্রার্থীতা প্রত্যাহরের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রার্থী মো. হাসান উদ্দিন সরকারকে সমর্থন দেন।

জানা গেছে, জিসিসি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় সোমবার (২৩ এপ্রিল)।

এর একদিন আগে রোববার বেলা ১১টার দিকে মো. হাসান উদ্দিন সরকারের বাড়িতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা প্রত্যাহরের ঘোষণা দিয়ে তাকে সমর্থন দেন এস এম. সানাউল্লাহ। এর আগে গত ০৪ এপ্রিল স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জিসিসি নির্বাচনে মেয়র পদে প্রথম মনোনয়নপত্র উত্তোলন করেন এস এম. সানাউল্লাহ।

এস এম সানাউল্লাহ জানান, জামায়াতের কেন্দ্রিয় সিদ্ধান্তের আলোকে তিনি তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বিএনপির মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকারকে সমর্থন দিয়েছেন। রিটানিং অফিসের কার্যালয় থেকে তার প্রার্থীতা প্রত্যাহারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি সালা উদ্দিন সরকার, গাজীপুর মহানগর জামায়াতের আমির এস এম সানাউল্লাহ, মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক জামাল উদ্দিন, সেক্রেটারি খায়রুল হাসান, টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।