ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেসিসি নির্বাচনের ভিজিল্যান্স টিম মাঠে নামবে বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
কেসিসি নির্বাচনের ভিজিল্যান্স টিম মাঠে নামবে বুধবার নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা

খুলনা: খুলনা সিটি করপোরেশন নির্বাচন (কেসিসি) উপলক্ষে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম মাঠে নামবে বুধবার (২৫ এপ্রিল)।

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।  

সভায় আরও জানানো হয়, কেসিসি নির্বাচনে অংশগ্রহণকারীরা নির্বাচনী আচরণ বিধিমালা লংঘন করছেন কিনা তা পর্যবেক্ষণ করাই এ টিমের উদ্দেশ্য।

আচরণ বিধিমালা পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে চারটি টিম গঠন করা হয়েছে। মোট চারটি টিম ভাগ হয়ে ৩১টি ওয়ার্ড পর্যবেক্ষণ করবে। ২৫ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে এ পর্যবেক্ষণ টিম মাঠে কার্যক্রম শুরু করবে।

পর্যবেক্ষণ টিম সাধারণত সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা অথবা ভঙ্গ হওয়ার আশংকা রয়েছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করবে। নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী ব্যয় বাবদ নির্বাচন বিধিমালার নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যয় হচ্ছে কিনা বা অন্য বিধি-বিধান যথাযথভাবে পালন হচ্ছে কিনা তা দেখবে।  

এছাড়া আচরণ বিধিমালা ভঙ্গের কোনো বিষয় নজরে আসা মাত্রই বিধি অনুসারে ব্যবস্থা নেবে। অন্য নির্বাচনী বিধি-নিষেধ ভঙ্গের ক্ষেত্রে মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ ও উপযুক্ত ক্ষেত্রে ফৌজদারি আদালতেও অভিযোগ দায়ের করবে। স্থানীয় পরিস্থিতির উপর তিনদিন অন্তর অন্তর পূর্ণাঙ্গ প্রতিবেদন রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠাবে টিম।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।