ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেসিসি নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
কেসিসি নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে নৌকা প্রতীক গ্রহণ করছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক/ ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিস) নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

প্রথমে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেককে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। পরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়।

এরপর জাতীয় পার্টি মনোনীত শফিকুর রহমানকে লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হককে হাত পাখা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মনোনীত দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুকে কাস্তে প্রতীক দেওয়া হয়েছে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী মেয়র প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। ধানের শীষ প্রতীক গ্রহণ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু/ ছবি: বাংলানিউজমেয়র প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীক দেওয়ার পর সংরক্ষিত কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে তাদের পছন্দের প্রতীক দেওয়া হচ্ছে। প্রতীক পাওয়ার পর থেকে শুরু হচ্ছে প্রচারের আনুষ্ঠানিকতা।  

এদিকে দুপুর ২টা থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় শুরু হবে মাইকিং, চলবে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত।

প্রধান দু’টি দলসহ পাঁচটি রাজনৈতিক দলের পাঁচ মেয়রপ্রার্থী, সাধারণ ৩১টি ওয়ার্ডের ১৪৮ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডের ৩৮ জন কাউন্সিলর প্রার্থী আনুষ্ঠানিক ভাবে পাচ্ছেন নির্বাচনী প্রতীক।
 
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।