মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রির্টানিং অফিসারের সমন্বয়ক কর্মকর্তা তারেক আহম্মেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল থেকে রিটানিং অফিসারে অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গাজীপুর সিটি নির্বাচনে মেয়রসহ সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিল প্রার্থীদের মধ্যে থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রথমে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। পরে সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে।
জিসিসি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার শেষে সাত মেয়র প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিল পদে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
মেয়র পদে প্রতীকসহ যারা লড়ছেন- আওয়ামী লীগ মনোনীত মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপির মো. হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাত পাখা), বাংলাদেশ ইসলামি ফন্টের মো. জালাল উদ্দীন (মোমবাতি), ইসলামি ঐক্য জোটের মাওলানা মো. ফজলুর রহমান (মিনার), বাংলাদেশ কমিউনিস্ট পাটির কাজী রুহুল আমিন (কাস্তে) এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি)।
আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের ভোটগ্রহণ।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৮
আরএস/জিপি