নিজের প্রাইভেটকারে নৌকা প্রতীকের পোস্টার লাগিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন তিনি। তার এই আচরণ কেসিসি নির্বাচন বিধিমালার ৮ (৮) ধারার সুস্পষ্ট লংঘন।
বুধবার (২৫ এপ্রিল) এ বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীকের নজরুল ইসলাম মঞ্জু।
লিখিত অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ঢাকা মেট্রো- গ-১৭-১৩৩৫ নম্বর প্রাইভেট গাড়িতে নৌকা মার্কার পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তার এ কাজ আইনের লংঘন এবং বিধিমালার ৩১ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এজন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান মঞ্জু।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এমআরএম/এএ