ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

১৫ মে গাসিকে ভোটগ্রহণ সম্ভব নয়: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, মে ৯, ২০১৮
১৫ মে গাসিকে ভোটগ্রহণ সম্ভব নয়: সিইসি সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, ছবি: বাংলানিউজ

গাজীপুর: আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ভোটগ্রহণ সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি বলেন, জেলা প্রশাসন, নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। তারা প্রত্যকে বলেছেন এ সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়।

কারণ নির্বাচন সস্পূর্ণ করতে হলে বিভিন্ন জেলা থেকে ১০ থেকে ১১ হাজার ফোর্স আনতে হবে। ৫শ’ থেকে ৬শ’ গাড়ি রিকুইজিশন করতে হবে। এছাড়া ম্যাজিস্ট্রট নিয়োগ ও ভোটগ্রহণের কাজে নিয়োজিতদের প্রশিক্ষণ দিতে হবে। এরপরও কোর্ট যদি বলেন ১৫ মে নির্বাচন করতে হবে, তখন যেভাবেই হোক কোর্টের আদেশ পালন করবো।

বুধবার (০৯ মে) দুপুরে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষ জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, নির্বাচন স্থগিতের আগে আমাদের বিষয়টি জানা ছিলো না। আদালতে শুনানির বিষয়টিও আমরা জানতাম না। নির্বাচন-সংক্রান্ত সংবিধানের ১২৫ (গ) অনুচ্ছেদ বিচার-বিশ্লেষণ করে উচ্চ আদালত এ আদেশ দিয়েছেন।

তিনি আরো বলেন, আমাদের দুই ধরণের নির্বাচন করতে হয়। জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন। সংবিধানের আলোকে নয়, সংবিধানের বলে আইন তৈরি করা হয়েছে সে আইনের আলোকে আমাদের নির্বাচন করতে হয়। স্থানীয় সরকার নির্বাচনে আমরা শুধুমাত্র তাদের (স্থানীয় সরকার বিভাগ) অনুরোধে নির্বাচন পরিচালনা করি।

স্থানীয় সরকার বিভাগ যখন আমাদের চিঠি দিয়ে জানায় যে, নির্বাচনের জন্য তার প্রস্তুত। তাদের কোনো অসুবিধা (সীমানা নির্ধারণ, আইনি জটিলতা) নেই। তখন আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করি। কারণ স্থানীয় সরকার বিভাগ সব ধরণের বিষয় (সীমানা নির্ধারণ, আইনি জটিলতা) পরীক্ষা-নিরীক্ষা করেই আমাদের চিঠি দেন। তাই চিঠি পাওয়ার আমরা কিছু দেখার প্রয়োজন মনে করি না ও সুযোগ থাকে না।

তারপরেও দুই সিটি নির্বাচনের বিষয়ে আমরা আলাদা চিঠি দিয়ে এ বিষয়গুলো জানতে চেয়েছি। ফিরতি চিঠিতে তারা জানিয়ে গাজীপুর ও খুলনায় কোথাও কোনো বিভেদ নেই। তখন আমরা দুই সিটি নির্বাচনের তফসিল ঘাষণা করি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নির্বাচনের রিটানিং রকিব উদ্দিন মন্ডল, গাজীপুরের জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার ইয়াছির আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদ হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মে ০৯, ২০১৮/আপডেট: ১৫১০ ঘণ্টা
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ