ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেসিসি নির্বাচনে সব ধরনের অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মে ৯, ২০১৮
কেসিসি নির্বাচনে সব ধরনের অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা

খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন উপলক্ষে সব ধরনের বৈধ অস্ত্রসহ চলাচল, অস্ত্র বহন বা প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং আমর্স অ্যাক্ট ১৮৭৮-এর ১৭ক ধারার বিধান বলে ৯ মে থেকে ১৭ মে পর্যন্ত করপোরেশন এলাকায় এ নিষেধাজ্ঞা জারি থাকবে।  

তবে আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তাকর্মীদের অস্ত্র এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে না।

আদেশ অমান্য করা হলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং বিচারের আওতায় আসবে।

খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন উল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার (০৯ মে) বিকেলে এ তথ্য জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়:  ১৬৪৮ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।