ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনায় মেয়র প্রার্থীরা ভোট দেবেন কে কোথায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মে ১০, ২০১৮
খুলনায় মেয়র প্রার্থীরা ভোট দেবেন কে কোথায় খুলনা সিটির পাঁচ মেয়র প্রার্থী/ছবি: মানজারুল ইসলাম

খুলনা: প্রথমবারের মতো খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার (১৫ মে)। নির্বাচন ঘিরে মহানগরে এখন কমতি নেই উৎসাহ-উদ্দীপনা। রয়েচে নির্বাচনী আমেজ, শঙ্কা, আতঙ্কও। তবে মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন তা নিয়েও ভোটারদের আগ্রহ কম নয়।

মেয়র প্রার্থীরা নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেবেন বলে জানা যায়। সব প্রার্থীই সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ভোট দেবেন।



কেসিসি নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত তালুকদার আব্দুল খালেক (নৌকা), বিএনপি মনোনীত নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত শফিকুর রহমান মুশফিক (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুজ্জাম্মিল হক (হাত পাখা) ও সিপিবি মনোনীত মো. মিজানুর রহমান বাবু (কাস্তে)।

তালুকদার আব্দুল খালেক মহানগরীর পাইওনিয়ার বালিকা বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা মিডিয়া উপ-কমিটির অফিস সেক্রেটারি ও খুলনা জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।  

অন্যদিকে নজরুল ইসলাম মঞ্জু মহানগরীর রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক শাওন।

খুলনা আলিয়া মাদরাসা কেন্দ্রে ভোট দেবেন শফিকুর রহমান মুশফিক। জানিয়েছেন তিনি নিজেই।  

মাওলানা মুজ্জাম্মিল হক মহানগরীর রেভা. পলস্ হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন বলে জানান তিনি।  

মো. মিজানুর রহমান বাবু জানিয়েছেন, তিনি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে দেবেন।  

খুলনা সিটিতে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোট গ্রহণ কর্মকর্তা ৪ হাজার ৯৭২ জন। এ নির্বাচনে ২৮৯টি ভোট কেন্দ্র। এর মধ্যে দু’টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এ দু’টি কেন্দ্রের ১০টি বুথের দুই হাজার ৯৭৮ ভোটার ইভিএমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ১০, ২০১৮
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।