সোমবার (১৪ মে) দুপুরে মহানগরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আবেগ আপ্লুত হয়ে বর্ষীয়ান এ নেতা সেবা করার সুযোগ চান।
সংবাদ সম্মেলনে খালেক বলেন, মোংলা রামপাল ছেড়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় খুলনায় নির্বাচন করছি।
বিএনপির প্রার্থী মঞ্জুর সংবাদ সম্মেলনে তাদের নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ বিষয়ে খালেক বলেন, যাদের পুলিশ গ্রেফতার করছে, আমার জানামতে তারা বিভিন্ন মামলার আসামি। বিভিন্ন পাড়া-মহল্লায় আওয়ামী লীগের ব্যাজ ধারণ করে গোপনে বিরোধী কাজ করছে।
তাছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে বলেও তিনি আশা করেন।
খালেক অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে শুরু থেকে অপপ্রচারে লিপ্ত।
আওয়ামী লীগ থেকে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, কয়েকজনকে ধরেছে।
তবে খালেক তাদের নাম-পরিচয় জানাতে পারেননি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের প্রধান নির্বাচন সমন্বয়কারী এস এম কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রধান নির্বাচনী এজেন্ট শেখ হারুনুর রশীদ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ ও আওয়ামী লীগ নেতা মুন্সি মাহবুব আলম সোহাগ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এমআরএম/এএ