ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নড়াইলে ইউপি উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ১৫, ২০১৮
নড়াইলে ইউপি উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী বিজয়ী

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নীনা ইয়াসমিন নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

লোহাগড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অহিদুর রহমান পেয়েছেন ৩ হাজার ১৩৪ ভোট। এছাড়া মো. সাহিদুল আলম (চশমা প্রতীক) পেয়েছেন ১ হাজার ৮০২ ভোট এবং এম মাকছুদুল হক (ধানের শীষ) ৩২৮ ভোট পেয়েছেন।

বিজয়ী নীনা ইয়াসমিন নিহত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের স্ত্রী।

উল্লেখ্য, লতিফুর রহমান পলাশ গত ১৫ ফেব্রুয়ারি লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ায় পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।